আমি আজ সহজ মানুষ
.............................মাহবুব আলম
মনে হয় তাকে দেখি না কোনোকাল
কোনোদিন তার মুখ দেখি না
কোনোদিন তার মুখ চিনি না,
আজ বড় অচেনা-চির-চেনা মুখ
মনে হয় তাকে দেখিনি কস্মিনকালেও;
কোথাও তার মুখ দেখি না, প্রশস্ত কপালও
চোখ দেখি না, নাক দেখি না, চিবুক দেখি না
তার চুল আজ উড়ে না মাতাল হাওয়ায়,
তার আলোকচিত্রগুলো ক্ষয়ে যাচ্ছে ক্রমশ
ক্রমশ-ই মিশে যাচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে;
আমি আজ তাকে দেখি না
বৃক্ষের পাতায়, সূর্যের আলোতে, চাঁদের জ্যোৎস্নায়
পাখির গানে, সন্ন্যাসীর বাঁশিতে, আকাশের নীলে
ফুলের বাগানে, ফুলে-ফুলে ভ্রমরের গুঞ্জনে, নদীর কোমল ঢেউয়ে
এক সময় তাকে তুমুল দেখতাম সর্বত্র-ই;
নিজেকেও আজ ভাবি না একা-যাযাবর
বিচ্ছিন্নতা কিংবা নিঃসঙ্গতা জীবন হতে পারে না,
আজ কতো সহজেই তোমাকে ভুলে থাকতে পারি---
কোনো বিষণ্ন কান্না নেই, দীর্ঘশ্বাস নেই, নির্ঘুম রাত্রি নেই;
আমি আজ সহজ মানুষ, সময়ের ভীষণ দাবী।
রাত :: ১০:৩৫-১১:২৫
২৭.০৩.২০০৭
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
....................................
আমিআজসহজমানুষ............................. মাহবুবআলমমনেহয়তাকেদেখিনাকোনোকালকোনোদিনতারমুখদেখিনাকোনোদিনতারমুখচিনিনাআজবড়অচেনাচিরচেনামুখমনেহয়তাকেদেখিনিকস্মিনকালেওকোথাওতারমুখদেখিনা প্রশস্তকপালওচোখদেখিনানাকদেখিনা চিবুকদেখিনাতারচুলআজউড়েনামাতালহাওয়ায়তারআলোকচিত্রগুলোক্ষয়েযাচ্ছেক্রমশক্রমশইমিশেযাচ্ছেহাওয়াইদ্বীপপুঞ্জেআমিআজতাকেদেখিনাবৃক্ষেরপাতায় সূর্যেরআলোতে চাঁদেরজ্যোৎস্নায়পাখিরগানে সন্ন্যাসীরবাঁশিতে আকাশেরনীলেফুলেরবাগানে ফুলেফুলেভ্রমরেরগুঞ্জনে নদীরকোমলঢেউয়েএকসময়তাকেতুমুলদেখতামসর্বত্র-ইনিজেকেও আজ ভাবি না একা-যাযাবরবিচ্ছিন্নতা কিংবা নিঃসঙ্গতা জীবন হতে পারে না,আজ কতো সহজেই তোমাকে ভুলে থাকতে পারি---কোনো বিষণ্ন কান্না নেই, দীর্ঘশ্বাস নেই, নির্ঘুম রাত্রি নেই;আমি আজ সহজ মানুষ, সময়ের ভীষণ দাবী।রাত :: ১০:৩৫-১১:২৫২৭.০৩.২০০৭শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।....................................
การแปล กรุณารอสักครู่..
